| |
               

মূল পাতা জাতীয় সরকার আল আকসায় ইসরাইলি হামলায় বাংলাদেশের নিন্দা


আল আকসায় ইসরাইলি হামলায় বাংলাদেশের নিন্দা


রহমত ডেস্ক     09 August, 2022     12:13 AM    


নারী-শিশুসহ ফিলিস্তিনের গাজা শহরের সাধারণ জনগণ এবং আল আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেছে বাংলা‌দেশ।

সোমবার (৮ আগস্ট) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এ নিন্দা জানা‌য়।

এ হামলার নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃ‌তি‌তে বলা হয়, ইসরায়েলের এ সন্ত্রাসী আক্রমণ বিশ্বজুড়ে উদ্বেগের বিষয়। এ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে স্থায়ী সমাধান করতে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ প্যালেস্টাইনের জনগণের অধিকার এবং তাদের সার্বভৌমত্বের প্রতি সমর্থন প্রকাশ করছে।

দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে ব‌লে বিবৃ‌তি‌তে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৫ জনই শিশু এবং চারজন নারী। গুরুতর আহত হয়েছে অন্তত ৩১১ জন। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডারও রয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স এ খবর দিয়েছে।